ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০৩-১২ ২২:২৮:৪৮
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন, যশোর
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ই মার্চ জোহর বাদ মণিরামপুর কারী মিয়া মাদ্রাসায় এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মণিরামপুর ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি ডাক্তার আহসান হাবীবের সঞ্চালনায় মণিরামপুর ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ,
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুফতি আবু জর বিন হাফিজ, মণিরামপুর ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সহ যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জমিরুল ইসলাম, এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী হাফেজ ক্বারী মাছুম বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা আশিক বিল্লাহ নব গঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলকে শপথ বাক্য পাঠ করান।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স