বোয়ালখালীতে ৬৪ লিটার তেল জব্দ
আপডেট সময় :
২০২৫-০৩-১২ ১৮:৪৮:১৭
বোয়ালখালীতে ৬৪ লিটার তেল জব্দ
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালীতে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ২টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বেঙ্গুরা বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এ অভিযান পরিচালনা করেন। ধার্যকৃত মূল্য অপেক্ষা বেশি মূল্যে ভোজ্য তেল বিক্রি ও মুল্যতালিকা সংরক্ষণ না করা ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় শামসুল আলম স্টোরের মালিক মোঃ ইলিয়াছ, কে ৫ হাজার টাকা, মোঃ ফারুক, সবজী বিক্রেতা- ১ হাজার টাকা, মন্নান স্টোরের মালিক আবদুল মন্নান, কে ৩ হাজার টাকা, হালিম স্টোর মালিক আবদুল হালিম, কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় ৬৪ লিটার তেল জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স