ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গৃহবধূকে গণধর্ষণ মামলার অন্যতম আসামী অয়নকে গ্রেফতার করেছে র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-১২ ১৩:১০:১১
গৃহবধূকে গণধর্ষণ মামলার অন্যতম আসামী অয়নকে গ্রেফতার করেছে র‍্যাব। গৃহবধূকে গণধর্ষণ মামলার অন্যতম আসামী অয়নকে গ্রেফতার করেছে র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক

সোনারগাঁওয়ে গৃহবধূকে গণধর্ষণ সংক্রান্ত মামলার এজাহারনামীয় অন্যতম আসামী মোঃ অয়নকে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব ১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৫১ জন, হত্যা মামলায় ৬৫ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৩১ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ০৮ জন গ্রেফতারসহ ৭৯ টি অস্ত্র, ১২৭০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২১৫ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব-১১। পাশাপাশি ৩৫ জন অপহরণকারী গ্রেফতারসহ ২৪ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৪৪ জন, জেল পলাতক ৩৩ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২১৪ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

মামলার এজাহারের সূত্রে জানা যায় যে, মুন্সিগঞ্জের গজারিয়া থানার বালুয়াকান্দি গ্রামের মো: জামাল মিয়ার স্ত্রী রিনা বেগম পেশায় একজন বিবাহ অনুষ্ঠানে বাবুর্চীর সহকারী। তার আপন বোন নুরজাহান বেগম অসুস্থ হলে বন্দর থানাধীন মদনপুরে দি বারাকাহ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। গত ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ইং তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় ভিকটিম রিনা বেগম তার দেবর কামাল হোসেনকে সাথে নিয়ে অসুস্থ বোনকে দেখতে দি বারাকাহ হাসপাতালে যায়। হাসপাতাল থেকে ফেরার পথে রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় সোনারগাঁও থানার চিলারবাগ গ্রামের রাস্তায় ফাঁকা জায়গায় পৌছলে সজীব, হাসান, অয়ন সহ ৮ জন লোক তাদের সিএনজি গাড়ীর পথ অবরোধ করে। পরে তারা ভিকটিম রিনা বেগম ও কামাল হোসেনকে টেনে-হেচড়ে সিএনজি গাড়ী হতে নামিয়ে ফেলে। রাত অনুমান ১১.৫৫ ঘটিকার সময় সোনারগাঁও থানার দৈলেরবাগ বড়বাড়ী গ্রামের মৃত লাল মিয়ার পরিত্যক্ত টিনসেড ঘরের ভিতরে নিয়ে গিয়ে সজীব, হাসান, অয়ন সহ ৮ জন মিলে কামাল হোসেনকে কিল-ঘুষি মারিয়া ও লাঠি দিয়া পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। সজিব কামাল হোসেন এর নিকট হতে নগদ-১৫,০০০/- টাকা এবং ভিকটিম রিনা বেগমের দুই কানে থাকা ০৩ আনা ওজনের ০১ জোড়া স্বর্নের কানের দুল নিয়া যায়।

অতঃপর ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ রাত অনুমান ১২.১০ ঘটিকার সময় সজীব, হাসান, অয়ন সহ ৮ জন আসামী ভিকটিম রিনা বেগমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গণধর্ষণ করে। আসামীরা তাকে পালাক্রমে ধর্ষণ করার পর রাত অনুমান ০১.৫০ ঘটিকার সময় ভিকটিম রিনা বেগমকে এবং কামাল হোসেনকে উল্লেখিত পরিত্যক্ত ঘর হতে বের করে দেয়। এরই প্রেক্ষিতে ভিকটিম রিনা বেগম (৪০) বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি গণধর্ষণ সংক্রান্ত মামলা দায়ের করেন। যার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মামলা নং-৩৯, তারিখ-২৬/০২/২০২৫ ইং, ধারা-৯(৩) ২০০০ নারী ও শিশু নির্যতন দমন আইন সংশোধনী ২০০৩ তৎসহ ৩৪১/৩২৩/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০।

মামলাটি রুজু হওয়ার পর মামলার এজাহারনামীয় আসামীদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই গণধষর্ণের ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় অন্যতম আসামী মোঃ অয়ন (২২), পিতা- মোঃ হালিম মিয়া, সাং-পিরোজপুর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ’কে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল ১১/০৩/২০২৫ ইং তারিখ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ অয়ন (২২)এর বিরুদ্ধে নিম্মোক্ত মামলা চলমান রয়েছেঃ ক। নারায়ণগঞ্জ এর সোনারগাঁও থানার এফআইআর নং-৩৮, তারিখ-২৬/০২/২০২৫ ইং; ধারা- ৪/৫ আইন শৃংখলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) (সংশোধনী/২০১৯) আইন; এজাহারে অভিযুক্ত। গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ