ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সরকারী কাজে বাধাদানকারী পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-১২ ১৩:০৪:২৫
সরকারী কাজে বাধাদানকারী পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে র‌্যাব। সরকারী কাজে বাধাদানকারী পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
সরকারী কাজে বাধাদানকারী সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: আফজাল হোসাইন’কে রাজধানীর লালবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গতকাল ১১ মার্চ ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর লালবাগ থানাধীন সোয়ারীঘাট জামে মসজিদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে রাজধানীর পল্টন থানার মামলা নং-৩২(১০)১৪, জিআর-৩৯০/১৪ (পল্টন) এর বিজ্ঞ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত সরকারী কাজে বাধাদানকারী পলাতক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মো: আফজাল হোসাইন, পিতা- মো: আমির হোসাইন সরদার, সাং- সাতবাড়ীয়া, থানা- বানাড়ীপাড়া, জেলা- বরিশালকে গ্রেফতার করে।


জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মামলা রুজুর পর হতে দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ