ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের লড়াই শুধু হাসিনা নয়, যেকোন ফ্যাসিবাদের বিরুদ্ধে, রাজশাহীতে শিবির সভাপতি

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৫-০৩-১২ ০৩:৩১:৫৫
আমাদের লড়াই শুধু হাসিনা নয়, যেকোন ফ্যাসিবাদের বিরুদ্ধে, রাজশাহীতে শিবির সভাপতি আমাদের লড়াই শুধু হাসিনা নয়, যেকোন ফ্যাসিবাদের বিরুদ্ধে, রাজশাহীতে শিবির সভাপতি


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা চেয়েছিলেন সবাইকে মেরে ফেলে হলেও ক্ষমতা ধরে রাখতে। কিন্তু আমাদের লড়াই শুধু হাসিনার বিরুদ্ধে নয় বরং যাদের মধ্যে ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে আমরা তাদের বিরুদ্ধেও লড়াই করবো। মঙ্গলবার দুপুরে রাজশাহী কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে ১১ মার্চ সংগঠনটির শহীদ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ১৯৮২ সালে মতিহার চত্বরে যারা আমাদের হত্যা করে ভেবেছিল ছাত্রশিবির নিঃশেষ হয়ে যাবে, তারা ভুল ছিল। ইসলামের পক্ষে কথা বলার কেউ থাকবে না, এমন ধারণাও ভুল ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে এ প্রজন্ম প্রমাণ করেছে, সত্য কখনো মুছে ফেলা যায় না।

তিনি আরও বলেন, আপনারা যদি সত্যিকার অর্থে জুলাইয়ের চেতনা ধারণ করতে চান, বীর শহীদদের রক্তের ঋণ শোধ করতে চান, তাহলে কেবল কোরআনের আদর্শ ধারণ করেই দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে শহীদ আলী রায়হান, আবু সাঈদ, শান্ত ও মুগ্ধদের আত্মা শান্তি পাবে।

শিবির সভাপতি বলেন, মানবসৃষ্ট কোনো মতবাদই শতভাগ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। বরং একসময় এসব মতবাদ নিজের সঙ্গেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। কোরআনের মূল শিক্ষা হলো সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। আমাদের বিশ্বাস, কোরআন দিয়েই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী উপস্থিত ছিলেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ