ডাকাতির ঘটনার অন্যতম আসামি আনোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব।
ডাকাতির ঘটনার অন্যতম আসামি আনোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে আলোচিত ডাকাতির ঘটনার অন্যতম আসামি মোঃ আনোয়ার (৩১)’কে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। ২। রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে আলোচিত ডাকাতির ঘটনার অন্যতম আসামি মোঃ আনোয়ার (৩১)’কে অদ্য ১১ মার্চ ২০২৫ইং তারিখ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় একটি বাড়ীর কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৮/১১/২০২৪ইং তারিখ সময় আনুমানিক রাত ০৩.৩৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা ১৫/২০ জন দুস্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ছুরি, চাপাতি, সামুরাই দ্বারা ভিকটিমের বাড়ীতে প্রবেশ করে ভয় ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে এবং ভিকটিম ও অন্যান্য ভাড়াটিয়াদের একটি রুমে মারধর করে আটকে রাখে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাসার ভেতরে থাকা সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং কয়েকটি কক্ষ ভাংচুর করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন আসবাবপত্র ওয়ারড্রপ, লাগেজ, গ্যাস সিলিন্ডার চুলা, ফ্রীজ, সিলিং ফ্যান, সেলাই মেশিন এবং আরো অন্যান্য মালামাল যার আনুমানিক মূল্য ৪,৭৯,০০০/-(চার লক্ষ উনআশি হাজার টাকা) নিয়ে তৎক্ষণাৎ একটি গাড়ীতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর ঘরে আটককৃত ভিকটিম ও বাড়ীর অন্যান্য ভাড়াটিয়ারা দরজা ভেঙে বের হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি ডাকাতি মামলা (মামলা নং-৭৮ তারিখ ২৯/১১/২০২৪ ইং ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন। উক্ত ঘটনায় র্যাব আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ১১/০৩/২০২৫ ইং তারিখ সন্ধ্যায় উক্ত মামলার অন্যতম আসামি মোঃ আনোয়ার (৩১)’কে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা হতে গ্রেপ্তার করে।
উল্লেখ্য যে, আসামির বিরুদ্ধে হত্যা মামলা, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স