নিখোঁজের ৫ দিন পর এক বাউলের লাশ উদ্ধার
আপডেট সময় :
২০২৫-০৩-১২ ০১:২৮:৪৭
নিখোঁজের ৫ দিন পর এক বাউলের লাশ উদ্ধার
মো নাহিদুর রহমান শামীম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর আবুল হোসেন (৪৫) নামের এক অটোচালক ও বাউল শিল্পীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকাল ১০ টার দিকে, উপজেলার সিংগাইর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড দক্ষিণ আজিমপুর এলাকার, রিয়াজুলের ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, আবুল হোসেন গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হন। পরে তিনি বাড়ি না ফেরায় বাড়ির লোকজন বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করতে থাকে। পড়ে তাকে না পেয়ে কত সোমবার সোমবার থানায় জিডি করা হয়। নিহত আবুল হোসেন ওই এলাকার মৃত. হাসেমের পুত্র। আজ হঠাৎ বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবগত করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে পরিকল্পিতভাবে আবুল হোসেনকে হত্যার পর মরদেহটি ভূট্টা ক্ষেতের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এরইমধ্যে মরদেহে পঁচন ধরে গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এস.আই) রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, সকালে স্থানীয়দের দেওয়া খবরের ওপর ভিত্তি করে পৌরসভার আজিমপুর এলাকার ভূট্টা ক্ষেত থেকে আবুল হোসেনের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স