বোয়ালখালীতে সরকারি টিউবওয়েল চুরি
বোয়ালখালীতে সরকারি টিউবওয়েল চুরি
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালীর ১০ নং আহল্লা করলডেঙ্গা ইউনিয়নে সরকারি অর্থায়নে বসানো টিউবওয়েল চুরির ঘটনা তদন্ত করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। ইউএনও স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়, বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আহল্লা গ্রামের কালী বাড়ির পুকুর পাড়ে সরকারি অর্থায়নে বসানো পুরনো টিউবওয়েলের উপরের অংশটি গত ৯ জানুয়ারি রবিবার ২০২৫ তারিখ দুপুর ১টার দিকে স্থানীয় বখাটে নয়ন কান্তি দে তুলে নিয়ে বিক্রি করে দেওয়ার বিষয়ে আনীত অভিযোগটি প্রেরণ করা হলো। চিঠিতে আরও বলা হয়, উক্ত টিউবওয়েলটি চুরি হওয়ায় এলাকাবাসী বিশুদ্ধ পানি প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে মর্মে অভিযোগে উল্লেখ করা হয়।
এমতাবস্থায় অভিযোগে বর্ণিত বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অনুরোধ করা হলো। এর আগে বুধবার (৫ মার্চ) উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আহল্লা প্রকাশ ধলঘাট গ্রামের বাসিন্দা নয়ন কান্তি দের বিরুদ্ধে সরকারি অর্থায়নে বসানো প্রায় ২০ বছরের পুরনো একটি টিউবওয়েলের ওপরের অংশ চুরির অভিযোগ ইউএনওকে ব্যবস্থা নিতে আবেদন করে এলাকাবাসী। দিনেদুপুরে সরকারি টিউবওয়েল চুরির ঘটনাটি স্থানীয়রা দেখলেও মানহানির ভয়ে সেই সময় কেউ প্রতিবাদ করেননি।
স্থানীয়রা জানান, সরকারি টিউবওয়েল চুরির ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও বরাবরে অভিযোগ করেছিলাম। পরে তিনি সে অভিযোগ আমলে নিয়ে করলডেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স