ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাকৃবিতে ময়মনসিংহ জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৩-১১ ২০:৫১:৩৫
বাকৃবিতে ময়মনসিংহ জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাকৃবিতে ময়মনসিংহ জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


 
 
বাকৃবি প্রতিনিধি,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ময়মনসিংহ জেলা সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০মার্চ) বিকেলে বাকৃবি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো আবুল কালাম আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন, বাকৃবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী, অধ্যাপক ড. মো মোখলেছুর রহমান, ছাত্রদল বাকৃবি  শাখার সদস্য সচিব শফিকুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে কিছু বিশেষ এলাকার শিক্ষকদের অযাচিত খবরদারির বিষয় আমরা অতীতেও দেখেছি এবং এখনও দেখছি। আমরা বিনয়ের সঙ্গে তাদের জানিয়ে দিতে চাই—আপনারা এখানে মেহমান, আমরা এই বিশ্ববিদ্যালয়ের সেবক। যদি কোনো ধরনের বৈষম্য সৃষ্টির চেষ্টা করা হয়, তাহলে আমরা আর নীরব থাকব না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ