ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবন্ধী নাবালিকা তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব


আপডেট সময় : ২০২৫-০৩-১১ ২০:২৮:৫৯
প্রতিবন্ধী নাবালিকা তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব প্রতিবন্ধী নাবালিকা তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব



নিজস্ব প্রতিবেদক
রিলিজ  সোনারগাঁওয়ে প্রতিবন্ধী নাবালিকা তরুণীকে জোরপূর্বক ধর্ষণ সংক্রান্ত মামলার এজাহারনামীয় একমাত্র আসামী হাবিবুর রহমান হাবুকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-,
সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ। ১। বাংলাদেশ আমার অহংকার এই ¯েøাগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রæততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৪৯ জন, হত্যা মামলায় ৬৪ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৩১ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ০৭ জন গ্রেফতারসহ ৭৮ টি অস্ত্র, ১২৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২১৫ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব-১১। পাশাপাশি ৩৫ জন অপহরণকারী গ্রেফতারসহ ২৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৪৪ জন, জেল পলাতক ৩৩ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২১৪ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

মামলার সূত্রে জানা যায় যে, ভিকটিম একজন প্রতিবন্ধী নাবালিকা তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করতে পারে। প্রতিদিনের মত গত ২২ ফেব্রæয়ারী, ২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ০১:০০ ঘটিকার সময়ে ভিকটিম তার পেচাইন গ্রামের নিজ বাড়ী হতে রাউৎগাও যাওয়ার পথে আসামী হাবিবুর রহমান হাবুর বাড়ীর সামনে পৌছলে আসামী ভিকটিমকে ডেকে তার বসত ঘরে নিয়া দরজা বন্ধ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম যদি ধর্ষণের বিষয়ে কাউকে কিছু বলে তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে বলিয়া আসামী হাবিবুর রহমান হাবুর হুমকি প্রদান করে ভিকটিমকে ছেড়ে দেয়। এরই প্রেক্ষিতে ভিকটিমের মা রুমি আক্তার বাদী হয়ে আসামী হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় একটি ধষর্ণ সংক্রান্তে মামলা দায়ের করেন। যার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মামলা নং-৩২, তারিখ-২২ ফেব্রæয়ারি ২০২৫ ইং, ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধীন ২০০৩। ৩। মামলাটি রুজু হওয়ার পর মামলার এজাহারনামীয় একমাত্র আসামী হাবিবুর রহমান হাবু’কে গ্রেফতারের জন্য র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই ধষর্ণের ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় একমাত্র আসামী হাবিবুর রহমান হাবু (৪২), পিতা-আতশ আলী, সাং-রাউৎগাও (ইউপি-জামপুর), থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ’কে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এবং র‌্যাব- ৬, সিপিসি-২, ঝিনাইদহ এর যৌথ আভিযানিক দল ১০/০৩/২০২৫ ইং তারিখ ঝিনাইদহ জেলার সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। ৪। গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ