ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদরখানসামায় মিছিল ও মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-০৩-১১ ১৬:১০:৩৬
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদরখানসামায় মিছিল ও মানববন্ধন সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদরখানসামায় মিছিল ও মানববন্ধন

 
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: 
ধর্ষণের শিকার হওয়া মাগুরার শিশু আছিয়াসহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া খুন, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দিনাজপুরের খানসামায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
 
সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার পাকেরহাটে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। পাকেরহাট বাজারের শাপলা চত্বরে এক প্রতিবাদ মিছিল বের হয়। এ সময় তাদের কন্ঠে উচ্চারিত হচ্ছিল, তুমি কে আমি কে, আছিয়া আছিয়া। আমার বোনের কান্না, আর না আর না।  ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’ ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি পাকের হাট বাজারের প্রধান সড়ক প্রদর্ক্ষিন করে পুনরায় শাপলা চত্বরে এসে প্রতিবাদী ছাত্র জনতা প্রতিবাদী ব্যানার, ফেস্টুন নিয়ে প্রায় ঘন্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়া উপস্থিত ছাত্র-জনতা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে নানা স্লোগান দেন।

পরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বক্তব্য রাখেন, উপস্থিত বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
 
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ ব্যাপি নারী নির্যাতন, ধর্ষণ বিচারহীনতায় চলছে। সারাদেশে নারীদের প্রতি সহিংসতা চলমান রয়েছে। ধর্ষকদের আইনের আওতায় এনে তাদের বিচার সুনিশ্চিত করার প্রশাসনের প্রতি জোর আহবান জানান।

বক্তারা আরও বলেন, একজন মেয়ে রাতে বাইরে যাবে, সেটা তার অধিকার। কিন্তু সমাজ কেন এটা নেতিবাচকভাবে দেখবে? বর্তমানে সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের মাত্রা অনেকাংশে বেড়ে গেছে। এ অপরাধে জড়িতদের শাস্তি দিতে হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ