ঢাকা , মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সাবেক এমপির বাসা ‘পাগলের আশ্রম’ বানানো সেই নারী সমন্বয়ক রিমান্ডে


আপডেট সময় : ২০২৫-০৩-১১ ০৪:৫৬:১৫
টাঙ্গাইলে সাবেক এমপির বাসা ‘পাগলের আশ্রম’ বানানো সেই নারী সমন্বয়ক রিমান্ডে টাঙ্গাইলে সাবেক এমপির বাসা ‘পাগলের আশ্রম’ বানানো সেই নারী সমন্বয়ক রিমান্ডে



মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাসা দখল, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার সেই নারী সমন্বয়ক ও ছাত্রপ্রতিনিধি মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার সকাল ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম মাহবুব খান এ রিমাণ্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ লুৎফর রহমান রিমাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মিষ্টিকে সাত দিনের রিমাণ্ড চেয়ে সোমবার সকালে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালতের বিচারক শুনানি শেষে চার দিনের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন।

গত রোববার রাত ১২টার দিকে টাঙ্গাইল শহর থেকে মিষ্টিকে গ্রেপ্তার করা হয়। মারিয়াম মোকাদ্দেস মিষ্টি বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের শাহ আলমাসের স্ত্রী। এ ঘটনায় রোববার রাতে সাবেক এমপির স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। মামলায় মিষ্টিকে এক নম্বর আসামি ও অজ্ঞাত আরও সাত থেকে নয় জনকে আসামি করা হয়। 

মামলায় রওশন আরা খান উল্লেখ করেন, ঘটনার দিন শনিবার সকালে গেটের ছয়টি তালা ভেঙে নগদ পাঁচ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ছাড়াও আসবাবপত্র ভাঙচুর করে। যার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ১৭ জন মানসিক ভারসাম্যহীনদের নিয়ে বাড়িতে ওঠেন তিনি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে বসবাস করতে হলে মিষ্টি ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না পারলে সাতদিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।  

টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরীফ জানান, রোববার রাত ১১টার দিকে মানসিক ভারসাম্যহীন ১৭ জনকে  ময়মনসিংহ ও গাজীপুরের সরকারি আশ্রমে পাঠানো হয়। নারী মানসিক ভারসাম্যহীনদের গাজীপুরের কাশিমপুর সরকারি মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে। এছাড়া পুরুষ যারা রয়েছেন সরকারিভাবে তাঁদের ময়মনসিংহ মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ