ঢাকা , মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​কুষ্টিয়ার মিরপুরে হত্যা মামলায় পাঁচ আসামী গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৩-১১ ০০:৫০:৩৪
​কুষ্টিয়ার মিরপুরে হত্যা মামলায় পাঁচ আসামী গ্রেফতার ​কুষ্টিয়ার মিরপুরে হত্যা মামলায় পাঁচ আসামী গ্রেফতার


 

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরের ধলসা গ্রামের মইনুদ্দিন হত্যা মামলায় ৫ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 


সোমবার (১০মার্চ) সকালের দিকে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে,
রবিবার(৯ মার্চ) বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলেন-
এজাহারনামীয় ১নং আসামী মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামের নজর আলীর পুত্র রাসেল (৩৫)কে ঢাকা থেকে আটক করা হয়েছে।

এছাড়াও, বাকী আসামিরা হলেন -উপজেলার একই এলাকার শওকত আলীর ছেলে স্বপন আলী (৩৫), মৃত মুরাদ আলীর ছেলে লিটন আলী (৩৯), ওয়াহেদ আলীর ছেলে নুর ইসলাম নুরু(৩৫), হবিবরের ছেলে ইয়াদুল (৩৫)। 

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা  নির্মান শ্রমিক মইনুদ্দিনকে হত্যা করে পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে রাখা লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময়ে ধলসা গ্রামে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অরাজকতার পরিবেশ সৃষ্টির জন্য আতংকগ্রস্ত ছিলো এলাকাবাসী।


এ বিষয়ে মিরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মমিনুল ইসলাম জানান,  জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ