লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি,
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের জনৈক এক শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। ভিকটিমকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পর আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে এ ঘটনায় জড়িত দুই কিশোরকে আটক করেছে পুলিশ। ররিবার (৯ মার্চ) বিকেলে হবিগঞ্জের বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রাপাশায় এ ঘটনা ঘটে।
এর আগে, এই ঘটনায় ভিকটিমের নানী মিনারা বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।আটককৃতরা হল-বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রা পাশা বনমথুরা গ্রামের সাজমান মিয়ার পুত্র নোফায়েল মিয়া (১৭) ও একই এলাকার ফরিদ মিয়ার পুত্র শামীম মিয়া (১৫)।
পুলিশ জানায়-গত ৯ মার্চ বিকেলে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। এক পর্যায়ে ওই শিশুটিকে ১০ টাকা দেয়ার লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের শোর-চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।