ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজস্থলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


আপডেট সময় : ২০২৫-০৩-১১ ০০:১৪:৪০
রাজস্থলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত রাজস্থলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত



মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী
"দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১০মার্চ) সকালে  উপজেলা প্রশাসনের আয়োজনে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  


রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবলী শফিউল্লাহ, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, রাজস্থলী থানার সাব ইন্সপেক্টর মোঃ নুরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান রাজু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এতে বক্তারা বলেন, বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের জন্য সবচেয়ে বেশি দায়ী মানুষ। মানুষ নির্বিচারে গাছপালা কেটে উজাড় করছে। পাহাড় কেটে ধ্বংস করছে। পাহাড়ে যেখানে সেখানে আগুন দেওয়া হচ্ছে। যার কারণে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে। ফলে পাহাড়ধস, ভুমিকম্প ইত্যাদি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে নিয়মিত।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ