ভোক্তা অধিকারের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা
আপডেট সময় :
২০২৫-০৩-১১ ০০:০৪:৫২
ভোক্তা অধিকারের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা
মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী
রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে অভিযান পরিচালনা করে ৩ দোকানে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১০মার্চ) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন।
এসময় বাঙ্গালহালিয়া বাজারের গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার রাখাই ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক) ৪৩ ধারাই ১হাজার টাকা ও দই ও ফার্মেসির দোকানের ওষুধ ফ্রিজে একসাথে রাখায় মাতৃভান্ডার কুলিং কর্নার কে ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক) ৩৭ধারাই ২ হাজার টাকা এবং কাপড়ের রং (টেক্সটাইল ডাইং) বিক্রি করাই ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক)৪৫ ধারাই আজিজ ষ্টোর কে ৩ হাজার টাকা সহ সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নুরুল আমিন অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া পুলিশ পাড়ির সদস্য ও বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি অভিযানে সহায়তা করেন।
ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ জানান, বাঙ্গালহালিয়া বাজারের সকল দোকানীকে প্রথমবারের মতো সতর্ক করে গেলেন, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অস্বাস্থ্যকর খাবার না রাখার নির্দেশ দেন এবং তিনি আরো জানান পরবর্তীতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স