ঢাকা , মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বিজেপি সদর উপজেলা নেতা বুলবুল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল


আপডেট সময় : ২০২৫-০৩-১০ ২১:৪৮:৩৮
বিজেপি সদর উপজেলা নেতা বুলবুল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বিজেপি সদর উপজেলা নেতা বুলবুল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল



আশিকুর রহমান শান্ত, ভোলা

ভোলা সদর উপজেলা জাতীয় পার্টি (বিজেপি)'র সাধারণ সম্পাদক আবুল বশার বুলবুল এর উদ্যোগে সদর উপজেলার নেতৃবৃন্দদেরকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

রবিবার (৯ মার্চ) ৮ই রমজান ভোলা বোডিং মসজিদ সংলগ্ন সদর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা ভোলা প্রেসক্লাবের সহকারী সমন্বয়ক ও দৈনিক কালবেলা ভোলা জেলা প্রতিনিধি ওমর ফারুক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর ভোলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)র ভোলা সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাছেদ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম দত্ত, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আইনুর রহমান জুয়েল মিয়া। এ ছাড়াও উপস্থিত ছিলো ভোলা সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

দোয়া অনুষ্ঠানে আবুল বশার বুলবুল তার বক্তব্যে বলেন, দলের পদ-পদবী বড় বিষয় নয়। বাংলাদেশের স্থানীয় সরকার শাখার জনক ও আধুনিক ভোলার রূপকার মরহুম নাজিউর রহমান মঞ্জুর হাতে গড়া দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এ দলের জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাবো। আগামীদিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে ও দলের সকল আন্দোলন সংগ্রামে আমরা সকলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ করে যাব। আমাদের প্রিয় নেতা মরহুম নাজিউর রহমান মঞ্জুর রুহের মাগফেরাত এর জন্য আপনারা সকলে দোয়া করবেন।

তিনি আরো বলেন, আমাদের দলের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সংসদে প্রতিনিধিত্ব করবে। আর এজন্য এখন থেকেই আমাদের দলের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি হলেই একমাত্র ভোলার উন্নয়ন সম্ভব। অতএব ভোলার উন্নয়নের জন্য জাতীয় পার্টির বিকল্প নেই। দলের প্রয়াত সকল নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা বোর্ডিং জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ