ঢাকা , মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

দেশব্যাপি ধর্ষণের প্রতিবাদে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-১০ ০৩:৩৫:৩৮
দেশব্যাপি ধর্ষণের প্রতিবাদে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত। দেশব্যাপি ধর্ষণের প্রতিবাদে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত।



নিজস্ব প্রতিবেদক :

দেশব্যাপি নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন ও ধর্ষনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ (রবিবার) সন্ধায় নাটোর প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা কমিটির আহ্বায়ক শিশির মাহমুদ এর নেতৃত্বে বিক্ষোভ ও মশাল মিছিল বের হয়। মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য খন্দকার উল্লাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক শিশির মাহমুদ, সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ ওবায়দুল্লাহ মীম, জয়া আহসান, নুসরাত বিনতে মানিকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দেশে বর্তমান আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বর্তমানে মেয়েরা সমাজে নিরাপদ নয়। তাই তারা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ভালো ভাবে পালন করতে বলেন, না হলে পদ থেকে সরে যেতে বলেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ