মুলাদীতে ওরশকে কেন্দ্র করে গ্রামবাসী ও ইসলামী আন্দোলন মুখোমুখি
আপডেট সময় :
২০২৫-০৩-১০ ০২:২৫:৪০
মুলাদীতে ওরশকে কেন্দ্র করে গ্রামবাসী ও ইসলামী আন্দোলন মুখোমুখি রমজানের পবিত্রতা রক্ষা করে পালন করা হবে ওরশ দাবী স্থানীয়দের
মুলাদী প্রতিনিধিঃ মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে মরহুম আইন উদ্দিন ফকির এর ১৪১ বছর পূর্বে শুরু করা ওরশ নিয়ে মুখোমুখি অবস্থানে গ্রামবাসী ও ইসলামি আন্দালন।
জানাগেছে, ১৪১ বছর পূর্ব থেকে চালু হওয়া বাৎসরিক ওরশ প্রতিবছরের নেয় এবারও পালন করার লক্ষে প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন করে ওরশ কমিটির নেতৃবৃন্দ। আর এতে বাধা প্রদান করেন মুলাদী উপজেলা ইসলামি আন্দোল বাংলাদেশ। এনিয়ে দুপক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।
কাজিরচর ইউনিয়নের সাধারণ মানুষ ও ওরশ এর ভক্তবৃন্দ জানান, বিগত ১৪১ বছর পূর্বে চালু হওয়া ঐতিয্যবাহী এ ওরশ সবসময় ইসলাম ধর্ম মেনে, উৎযাপন করা হয়। তারা আরও বলেন, আমরা প্রশাসনের কাছে যে লিখিত আবেদন করেছি সেখানে পবিত্র মাহেরমজানের পবিত্রতা রক্ষা করে ইফতারের পূর্ব থেকে তারাবির নামাজ শেষ হওয়া পর্যন্ত মেলার সকল কার্যক্রম বন্ধ রাখার কথা বলেছি এবং প্রতি ওয়াক্ত নামাজের সময়ও মেলার কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও কোন প্রকার মাইক, সাউন্ডবক্স ব্যবহার করা হবেনা। তার পরেও ইসলামি আন্দোলন বাংলাদেশ মুলাদী শাখার নেতৃবৃন্দ ধর্মের নাম ব্যবহার করে লাঠিশোঠা নিয়ে কাজিরচরে এসে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে। উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে ঐতিয্যবাহী ওরশ উৎযাপনে ব্যবস্থা গ্রহন করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স