মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তারা পৌরসভা চত্ত্বর থেকে মিছিল বের করেন। পরে মিছিলটি পৌরসভা বিভিন্ন সড়ক হয়ে ফের পৌরসভা চত্বরে সামনে গিয়ে শেষ হয়।
মশাল মিছিলে শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে, ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো' অ্যাকশন'সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীরা বলেন, আমরা দেখতে পাই দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পায় না। ধর্ষকদের গ্রেফতার করার পর তাদের কি বিচার হয়? তাদের কী ধরনের বিচার হয় আমরা জানতে পারি না, তাদের ফাঁসি হয় কিনা তাও জানতে পারি না। আবার দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে।
মঠবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থী নাবিলা জান্নাত বলেন, ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ জানিয়ে আজ মশাল মিছিল বের করেছি। সম্প্রতি ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে জড়িতদের আমরা প্রকাশ্যে ফাঁসির দাবি জানাচ্ছি।