ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে ডাকাতির প্রস্তুতি সময়ে এক শীর্ষ ডাকাত অস্ত্রসহ আটক


আপডেট সময় : ২০২৫-০৩-০৯ ২৩:৩০:৪৮
নাইক্ষ্যংছড়িতে ডাকাতির প্রস্তুতি সময়ে এক শীর্ষ ডাকাত অস্ত্রসহ আটক নাইক্ষ্যংছড়িতে ডাকাতির প্রস্তুতি সময়ে এক শীর্ষ ডাকাত অস্ত্রসহ আটক

হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে গভীর রাতে এক রবার গোডাউনে ডাকাতির প্রস্তুতির সময় জনতার হাতে অস্ত্রসহ এক শীর্ষ ডাকাত আটক হয়েছে। রবিবার (৯ মার্চ) ভোর তিনটার দিকে বাইশারীর আব্দুর রহিম কোম্পানির রবার গোডাউনে (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মং হ্লা মার্মার বাড়ীর সামনে) ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছৈয়দ করিম নামে এক ডাকাতেকে আটক করেছে জনতা।
 
আটককৃত ব্যাক্তি কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়ননের করলিয়ামুরা গ্রামের রাস্তার মাথা নামক এলাকার কাসেম আলীর পুত্র ছৈয়দ করিম (৪০)।

স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার দিবাগত রাত ৩টার দিকে বাইশারী ইউনিয়নের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মার বাড়ীর সামনে আব্দু রহিম কোম্পানির রবার গোডাউনে ডাকাতির প্রস্তুতির নিচ্ছিলো। 
এ সময় স্থানীয় লোকজন রমজান মাসে সেহেরি সময় সড়ক দিয়ে লোকজন আসা-যাওয়াতে অস্ত্রসহ এক ব্যাক্তিকে দেখে ফেলে। তাৎক্ষণিক সুচিৎকারে এলাকার জনতার চারদিকে ঘিরে ফেলে এবং আটকাতে সক্ষম হয়। পরে পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিলে সাব-ইনস্পেক্টর ( আইসি) আবু সায়েম সঙ্গীয় টহল দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন জনতা আটকে রাখা ছৈয়দ করিম নামে এক ডাকাতকে পুলিশে সোপর্দ করেছে।
সে রামু উপজেলার ঈদগড়ের করলিয়ামুরার রাস্তার মাথায় এলাকার কাসেম আলীর পুত্র বলে জানাযায়।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো:  মাসরুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, রবিবার দিবাগত গভীর রাতে এলাকাবাসী অস্ত্রসহ এক ব্যাক্তিকে আটকে রাখার খবরের ঘটনাস্থলে পৌঁছে পুলিশের টহলদল। অস্ত্রসহ আটকে রাখা ছৈয়দ করিম নামে একজন ব্যক্তিকে সোপর্দ করেছে পুলিশের  হাতে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পূর্বে তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর সবকিছু জানা যাবে বলে তিনি জানান। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ