লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাচারীপাড়া এলাকার জামাল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০), রওশন আলী মিয়ার ছেলে মোঃ রিয়াজ (২২), পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মৃত রফু মিয়া পাঠানের ছেলে এবং সাবেক কাউন্সিলর আবজাল পাঠানের ছোট ভাই মোঃ উজ্জল পাঠান (২৮)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার দিবাগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার পশ্চিম মাধবপুর সেমকো সিএনজি পাম্পের দক্ষিণে ছিনতাইয়ের চেষ্টা করছিল একদল ছিনতাইকারী। বিষয়টি জানতে পেরে থানার এসআই মোঃ শাহানুর ইসলামসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানে ৩ জনকে গ্রেপ্তার হয়। তাদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি লোহার রড উদ্ধার করা হয়েছে। এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।