বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে দলীয় নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা।রোববার (৯ মার্চ) দুপুরে বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপজেলা সদরে জড়ো হয়ে মিছিল বের করেন। মিছিল টি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে হয়ে থানার সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, শেখ ফিরোজ কবির, আলতাফ হোসেন বাবু, মুজিবর রহমান বাবুল, আব্বাস আলী, হাওলাদার জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে বিএনপির ক্ষতি করেছেন শেখ হাফিজুর রহমান তুহিন। সম্প্রতি তিনি আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীদের সহযোগিতায় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা, লুটপাট ও নির্যাতন চালাচ্ছেন। ফলে তুহিনকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।
উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন বলেন, বিক্ষোভকারীরা মূলত ‘নব্য বিএনপি’। তারা চাঁদাবাজি ও জায়গা দখলের মতো কার্যকলাপে জড়িত, আর দলীয় অবস্থান থেকে সে বিষয়ে বাধা দেওয়াতেই তার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে।