ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ইয়াছিন গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-০৯ ২২:৪৮:৪৬
হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ইয়াছিন গ্রেফতার করেছে র‌্যাব। হত্যা মামলার অন্যতম প্রধান আসামী ইয়াছিন গ্রেফতার করেছে র‌্যাব।


নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলার কচুয়া থানাধীন পাথৈর এলাকায় বসবাসকারী আতাউল্লাহ (২২) সবজি বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতো। একই এলাকায় বসবাসকারী ইব্রাহীম @ ইকবাল (৩০) এর নিকট হতে আতাউল্লাহ পাইকারী সবজি ক্রয় করে বিভিন্ন খুচরা বাজারে বিক্রি করতো। ইকবালের সাথে ব্যবসা করতে গিয়ে ভিকটিম আতাউল্লাহ এর ২৫,০০০/- টাকা দেনা হয়ে যায়। গত ০৬/০২/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় ভিকটিম আতাউল্লাহ’কে ইকবাল ও তার বড়ো ভাই ইয়াছিন (৩৫) তাদের বসত বাড়ীতে ডেকে নিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিম আতাউল্লাহ’কে তাদের পাওনা টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। পাওনা টাকা দিতে ভিকটিম আতাউল্লাহ ব্যর্থ হলে ইকবাল ও তার বড়ো ভাই ইয়াছিনসহ অপরাপর আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা এলোপাথারী ভাবে মারধর করে তার শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। অতঃপর আসামী ইয়াছিন একই তারিখ সন্ধ্যা ১৮:০০ ঘটিকায় ভিকটিম আতাউল্লাহ এর ব্যবহৃত মোবাইল নম্বর হতে তার বাবার নাম্বারে কল দিয়ে তাদের পাওনা টাকা পরিশোধ না করলে তার ছেলেকে খুন করার হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিমের বাবা স্থানীয় লোকজনের সহায়তায় তার ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালে ভিকটিম আতাউল্লাহ রক্তবমি করলে তাকে কুমিল্লা জেলার গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লিখিত, হাসপাতালের চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকা জনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় গত ১২/০২/২০২৫ তারিখ ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় মৃত্যুবরন করে।


উল্লেখিত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব- এর একটি আভিযানিক দল উক্ত হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব- এর উক্ত আভিযানিক দল বর্ণিত হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতঃ গতকাল ০৮/০৩/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৮:৩০ ঘটিকায় তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১১ এর সহযোগীতায় কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন রানীর বাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচলনা করে চাঞ্চল্যকর সবজি বিক্রেতা আতাউল্লাহ (২২) হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামী ইয়াছিন (৩৫), পিতা-মো: জাহঙ্গির, সাং-পাথৈর, থানা-কচুয়া, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ