চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ল দোকানপাট
আপডেট সময় :
২০২৫-০৩-০৯ ২১:৩৭:৩১
চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ল দোকানপাট
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের বায়েজিদে আতুরার ডিপো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন স্টেশনের ৬টি ইউনিট কাজ করছে।
আজ রবিবার (৯মার্চ) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে আতুরার ডিপো এলাকার আমিন জুট মিলসের উত্তর গেট সংলগ্ন কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সবশেষ পাওয়া খবরে জানা গেছে, এখনো আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। স্থানীয়দের একজন জানিয়েছেন, আমিন জুটমিল ও কাপড়ের কারখানায় আগুন লেগেছে। পূর্বশত্রুতা কিংবা চাঁদাবাজির জের ধরে আগুন কেউ লাগিয়ে দিতে পারে বলেও আশঙ্কা তাঁর।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের একজন অপারেটর জানান, দুপুর ২টা ৫৮ মিনিটে তারা আগুন লাগার খবর পেয়েছেন। প্রাথমিকভাবে কয়েকটি দোকানে আগুন লেগেছে বলে জানতে পেরেছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
তিনি বলেন, বায়েজিদ বোস্তামি, কালুরঘাট ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নির্বাপনে যোগ দিয়েছে। আগুন নির্বাপনের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স