কালকিনিতে বিনামূল্য তিল, মুগ বীজ ও রাসায়নিক সার বিতরণ
আপডেট সময় :
২০২৫-০৩-০৯ ১৮:২৪:২০
কালকিনিতে বিনামূল্য তিল, মুগ বীজ ও রাসায়নিক সার বিতরণ
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুরের কালকিনিতে রবিবার ৯ মার্চ দুপুর ২ টায় কালকিনি উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাস্তবায়নে ২০২৪—২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় মৌসুমে “গ্রীষ্মকালীন তিল ও গ্রীষ্মকালীন মুগ” আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিল্টন বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.জোবায়েত হোসেন, মো.শহিদুল ইসলাম, কাজী সুলতানুল সুজা প্রমুখ। সভা শেষে ১২০জন কে তিল, ১শত জনকে মুগ ডাল পরে ১জনকে ৫ কেজি বীজ ১০ কেজি ডিএপি সার ৫ কেজি এম,ও পি স্যার এবং কৃষককে সার বীজ প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স