ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় বিএনপি বদ্ধপরিকর: কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-০৮ ২৩:৩৩:০৮
আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় বিএনপি বদ্ধপরিকর: কাইয়ুম চৌধুরী আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় বিএনপি বদ্ধপরিকর: কাইয়ুম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক,

বিএনপি দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে অটল রয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, দলের সাংগঠনিক শক্তি ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় থাকায় বিএনপি যেকোনো সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছে।

 

শনিবার বিকেলে বালাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে জিরো পয়েন্ট, মাছবাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ইফতার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কাইয়ুম চৌধুরী বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য ও তারেক রহমানের নেতৃত্ব দলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করেছে। বিভেদ সৃষ্টি হলে বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ বাড়বে, যা স্বাধীনতার জন্য হুমকি। বিএনপি জনগণের ভোটাধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।”

 

তিনি আরও বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার অজুহাত তৈরি করা যাবে না। জনগণ স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, এবং এই শাসকদের বিচার বাংলার মাটিতেই হবে।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান। এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ লুৎফুর রহমান চেয়ারম্যান, আমিরুল ইসলাম রুবেল, মোঃ আব্দুল বারী, শাহ জুনাব আলী, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, আব্দুল বারী, নজরুল ইসলাম, আব্দুল মুকিদ শরিফ, চুনু মিয়া, আব্দুল বাছিত, ইউনুছ আলী, নজরুল ইসলাম, আব্দুল মুকিত শরীফ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা হুমায়ুন কবির, মশাহিদ আলী, ছাত্রদল নেতা নোমান লস্কর, ফুজায়েল খান সাজু প্রমুখ। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ