ঢাকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার


আপডেট সময় : ২০২৫-০৩-০৮ ২৩:১৫:১২
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার


 
 
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের কৃষকলীগের সভাপতি আইনজীবি  কামরুজ্জামান মুন্সি রানা (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
শুক্রবার (৭মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দলদলিয়া ইউনিয়নের কদমতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় কামরুজ্জামান মুন্সি রানাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দলদলিয়া ইউনিয়নের কৃষকলীগের সভাপতি ও কর্পুরা মুন্সিপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান  ও জাতীয় পার্টি উলিপুর উপজেলা শাখা আহ্বায়ক   আতিয়ার রহমান মুন্সির ছেলে বলে জানা গেছে।
 
এবিষয়ে শনিবার (৮ মার্চ) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ