ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হরিপুর আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ ইং উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


আপডেট সময় : ২০২৫-০৩-০৮ ২১:২৩:০৩
হরিপুর আন্তর্জাতিক নারী  দিবস ২০২৫ ইং উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হরিপুর আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ ইং উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
 
ঠাকুরগাঁও প্রতিনিধি,
অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ৮ মার্চ ২০২৫ ইং তারিখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলায় পালিত হয়েছে। নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের প্রতি ন্যায় ও সমতার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে মূলত এই আয়োজন করা হয়েছে। 
 
উপজেলা প্রশাসন এর সার্বিক তত্ত্বাবধানে, মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং বেসরকারি আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় এই কার্যক্রম টি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে নারী ও শিশুদের সুরক্ষা, ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে রিয়েক্টস ইন প্রজেক্ট ওয়াল্ড ভিশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন কমিউনিটি ফেসিলিট্যাটর মোছাঃসুমি আক্তার হিসেবে বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব মো: আরিফুজ্জামান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোছাঃ জাকিয়া সুলতানা, রিয়েক্টস ইন প্রজেক্ট ওয়াল্ড ভিশন অফিসার (হরিপুর)  মোছাঃ রুমা বেগম, এবং এবং নারী মহল এবং সকল ইলেকট্রনিকস মাল্টিমিডিয়ার সংবাদ কর্মীগন। এসময় বক্তরা বলেনআন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর ৮ মার্চ পালন করা হয়। সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি ব্যাপকভাবে পালিত হয়। আন্তর্জাতিক নারী দিবস একটি বিশ্বব্যাপী ছুটির দিন হিসাবেও পালন করা হয়। দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর হিংসা ও নির্যাতন, নারীর সমান অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে।

প্রতিটি নারীকে উদযাপন করার জন্য দিনটি পালন করা হয়। দিবসটি উদ্‌যাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধরা।বাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে চলে সরকার লেঠেল বাহিনীর দমন-পীড়ন। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হলো। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ, জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন।

এরপর ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন।
১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। এ সম্মেলনে ক্লারা প্রতি বৎসর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সিদ্ধান্ত হয়ঃ ১৯১১ খ্রিস্টাব্দ থেকে নারীদের সম-অধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা। ১৯১৪ খ্রিস্টাব্দ থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ পালিত হতে লাগল। বাংলাদেশেও ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীনতার লাভের পূর্ব থেকেই এই দিবসটি পালিত হতে শুরু করে। অতঃপর ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে দিনটি নারীর সমঅধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার অভীপ্সা নিয়ে। সারা বিশ্বের সকল দেশে যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ