সড়ক সংস্করণে দুর্নীতি
আপডেট সময় :
২০২৫-০৩-০৮ ১৫:৫৮:৫০
সড়ক সংস্করণে দুর্নীতি
মো নাহিদুর রহমান শামীম, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি,
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রামনগর এলাকায় সম্প্রতি সড়ক সংস্কারের নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। সংস্কারের দুই দিন পরেই কার্পেটিং হাত দিয়ে উঠিয়ে ফেলা যাচ্ছে—এমন সংবাদ প্রকাশের পর সড়ক পরিদর্শনে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন উপজেলা এলজিইডি কর্মকর্তারা।
উপজেলার রামনগর এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, জয়মন্টপ থেকে মানিকনগর পর্যন্ত ৩ কিলোমিটার ১০০ মিটার সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। প্রায় ১ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকার প্রকল্পটির ৭০ শতাংশ কাজ শেষ হলেও, এরই মধ্যে নিম্নমানের কাজের কারণে রাস্তার অবস্থা নাজুক হয়ে পড়েছে।
গত ৫ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক আজকের পত্রিকা'য় এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সংবাদ প্রকাশের পরদিন উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী মহাবুব ইসলামসহ জেলা ও উপজেলার অন্যান্য কর্মকর্তারা সড়ক পরিদর্শনে যান।
তবে, কর্মকর্তাদের সামনেই স্থানীয় বাসিন্দারা নিম্নমানের কাজের বিষয়ে অভিযোগ তুলে ধরে বিক্ষোভ শুরু করেন। প্রতিবাদের মুখে এলজিইডি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে ঘটনাস্থল ত্যাগ করেন।
রামনগর গ্রামের বাসিন্দা মো. আনসার বলেন,
"এখনো পুরো সড়কের কাজ শেষ হয়নি। যেসব স্থানে কার্পেটিং করা হয়েছে, সেগুলো হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে। এটা প্রমাণ করে কতটা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।"
স্থানীয় নুরুল ইসলাম বলেন,
"শুরু থেকেই আমরা নিম্নমানের কাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, কিন্তু ঠিকাদার বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে গেছেন। এখন এই দুর্নীতির জন্য আমরা ভুগছি। আমরা চাই, ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং নতুন করে মানসম্মত কাজ করা হোক।"
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম বলেন, আমাদের ল্যাবরেটরি টিম সড়কের কাজের মান পরীক্ষা করছে। এখনো রিপোর্ট পাইনি। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, যদি কোনো এলজিইডি কর্মকর্তা স্থানীয়দের সাথে খারাপ আচরণ করে থাকেন, তাহলে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সড়কটির সংস্কারে এ ধরনের গাফিলতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। প্রকল্পের কাজ দ্রুত পর্যালোচনা করে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স