ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভিকটিম রবিউল ইসলাম রবিকে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৩-০৮ ১৫:৩৫:০৮
ভিকটিম রবিউল ইসলাম রবিকে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার। র‌্যাব-১৩ এর অভিযানে পঞ্চগড় জেলার সদর থানার চাঞ্চল্যকর ভিকটিম রবিউল ইসলাম রবি (১৮), কে হত্যা মামলার ০১ নং এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার।


নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

উল্লেখ্য যে, গত ইং ১৯/০২/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এজাহারনামীয় ০১নং আসামী মোঃ জিসান ইসলাম (রহমত) (২২), পিতা- মোঃ মোত্তালেব, সাং- নয়নীবুরুজ, থানা- বোদা, জেলা- পঞ্চগড় ও তার অজ্ঞাতনামা ৪/৫ জন সহযোগী মিলে পঞ্চগড় জেলার সদর থানাধীন ০৯নং মাগুড়া ইউপির ঝলই নয়নীবুরুজ উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে পাঁকা রাস্তার উপর ভিকটিম রবিউল ইসলাম রবি (১৮), কে পথরোধ করিয়া অতর্কিত ভাবে এলোপাথারী কিলঘুষি মারে এবং ইটের টুকরা দিয়ে বাম চোখে আঘাত করে। পরবর্তীতে ভিকটিম রবিউল ইসলাম রবি (১৮), এর পরিবারের লোকজন জানতে পেরে ভিকটিমকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং ভিকটিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে ভিকটিম রবিউল ইসলাম রবি (১৮), মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের মামা  বাদী হয়ে পঞ্চগড় জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র‌্যাব-, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামী গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ইং ০৬/০৩/২০২৫ তারিখ রাত্রী ২১৩০ ঘটিকায় সিপিসি-২, নীলফামারী, র‌্যাব-১৩ রংপুর এবং র‌্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের এর যৌথ অভিযানে ঢাকা জেলার সাভার থানাধীন ঝাউচড় বাজার এলাকায় সিদ্দিক মিয়ার বাড়ী হতে এজাহারনামীয় ০১নং পলাতক আসামী মোঃ জিসান ইসলাম (রহমত) (২২), কে গ্রেফতার করতে সক্ষম হন। ধৃত আসামীকে পঞ্চগড় জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ