রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা ঘেরাওয়ের পর ওসির বদলি
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা ঘেরাওয়ের পর ওসির বদলি
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদকে বদলি করা হয়েছে। তাকে (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়। বুধবার আরএমপি পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ আদেশে স্বাক্ষর করেছেন। একই আদেশে নগর বিশেষ শাখার (সিটিএসবি) পরিদর্শক মোস্তাক আহমেদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে একদল ক্ষুব্ধ জনতা বোয়ালিয়া থানা ঘেরাও করেন।
তাদের অভিযোগ, তারা ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা করা এক ব্যক্তিকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু বোয়ালিয়া থানা পুলিশ তাকে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেফতার না দেখিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ আইনে আদালতে চালান দেওয়া হয়েছিল। পরে ওই আসামি সেদিনই জামিন পেয়ে যান। বিক্ষুব্ধ জনতা এই ঘটনার জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেন। পাশাপাশি ওই অসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। রাতে পুলিশ অবশ্য তাকে আবার গ্রেফতারের আশ্বাস দিয়েছিল। এর পরদিনই বোয়ালিয়া মডেল থানার ওসিকে বদলি করে ডিবিতে পদায়ন করা হয়।
এ ব্যপারে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন বলেন, প্রশাসনিক কারণে বোয়ালিয়া মডের থানার ওসিকে বদলি করা হয়েছে। যে কর্মকর্তা যেখানে ভাল কাজ করবেন, তাকে সেখানেই দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স