ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জরিমানা গুনলেন বোয়ালখালী ৩ ব্যবসায়ী


আপডেট সময় : ২০২৫-০৩-০৭ ১৫:১৬:৩৪
জরিমানা গুনলেন বোয়ালখালী ৩ ব্যবসায়ী জরিমানা গুনলেন বোয়ালখালী ৩ ব্যবসায়ী



এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম, 

চট্টগ্রামের বোয়ালখালীতে বালু দিয়ে একটি পুকুর ভরাট করায় মো. আবুল কালাম মেম্বার নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পণ্যের দাম বেশি রাখায় ও অনুমোদনবিহীন সয়াবিন তেল বাজারজাত করায় জরিমানা গুনেছেন তিন ব্যবসায়ী।নবুধবার (৫মার্চ) বিকেলে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

 তিনি বলেন, অবৈধভাবে একটি পুকুর ভরাটের দায়ে মো. আবুল কালাম মেম্বারকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পূর্ব কালুরঘাট এলাকায় পণ্যের দাম বেশি নেওয়ায় শাহজালাল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

পৌর সদরের মুরাদ মুন্সিরহাটে পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, বিএসটিআইয়ের অনুমোদনবিহীন সয়াবিন তেল বোতলজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বাচা মিয়া স্টোরকে ১০ হাজার টাকা ও পণ্যের দাম বেশি রাখায় আবুল বশর স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অনুমোদনহীন সাত লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ