ঢাকা , বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন মা শিশু ও নবজাতক প্রকল্পের ডেপুটি প্রোগ্রামার


আপডেট সময় : ২০২৫-০৩-০৭ ১৪:৫০:৩৫
বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন মা শিশু ও নবজাতক প্রকল্পের ডেপুটি প্রোগ্রামার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন মা শিশু ও নবজাতক প্রকল্পের ডেপুটি প্রোগ্রামার


মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মা শিশু ও নবজাতক এবং ইমার্জেন্সি সেবাসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে মা শিশু ও নবজাতক স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের ডেপুটি প্রোগ্রামার ডাক্তার হাসান ইবনে আমির। ৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় পরিদর্শন শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নতুন ভবনের ৩ তলায় সম্মেলন কক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। মাঠ পর্যায়ের কর্মীদের বিভিন্ন প্রশ্নর উত্তর দেন এবং মাঠ পর্যায়ের কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মালেকুল আফতাব ভূঁইয়া, ইউনিসেফ প্রকল্পের প্রতিনিধি ডাক্তার বেনজির, ডাক্তার ফারহান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী ও মাঠ পর্যায়ের কর্মীরা। পরিদর্শনকালে ডেপুটি প্রোগ্রামার ডাক্তার হাসান ইবনে আমির বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ