ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিশালে দুই ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা


আপডেট সময় : ২০২৫-০৩-০৪ ১৭:০৯:৩৪
ত্রিশালে দুই ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ত্রিশালে দুই ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
 


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে দুই ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে। একই সাথে ওই ব্রিকস দুটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সোমবার উপজেলার বালিপাড়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান।  

তিনি জানান, উপজেলার বালিপাড়া ইউনিয়নে ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় অভিযান পরিচালনা করে জিএমবি ব্রিকস এবং এফবিসি ব্রিকসের কার্যক্রম বন্ধ করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইট ভাটার আগুন বন্ধ করে দেয়ার পাশাপাশি ভাটার চুল্লি ভেঙে দেয়া হয়। একই সাথে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ত্রিশাল, জেলা পুলিশ, ময়মনসিংহ এবং ত্রিশাল থানা পুলিশ সহযোগিতা করে।

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ