মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. ফারুক খানকে (৪৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার ( ৩ মার্চ ) রাত সাড়ে ৯ টার দিকে পশ্চিম সুবিদখালী গ্রামের হাওলাদার বাড়ী জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই গ্রামের মৃত আলী আকাব্বর খানের ছেলে।
জানা যায়, পশ্চিম সুবিদখালী এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনার সময় তাকে আটক করে পুলিশ। পরে তাকে গত ২০২৪ সালের সেপ্টেম্বরে দায়েরকৃত একটি চাঁদাবাজি, ভাংচুর ও মারপিটের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।