ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর পবায় অটোভ্যান চালকের লাশ উদ্ধার

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৫-০৩-০৪ ১৫:৫৯:০২
রাজশাহীর পবায় অটোভ্যান চালকের লাশ উদ্ধার রাজশাহীর পবায় অটোভ্যান চালকের লাশ উদ্ধার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবায় আলতাফ হোসেন (৪৫), নামের এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আলতাফ হোসেন (৪৫), তিনি পবা থানার বাগসারা গ্রামের মনসুর আলীর ছেলে।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ- কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন জানান, রোববার (২ মার্চ) ইফতারের পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি আলতাফ। সকালে নদীর ধারে লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে জানায়। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে তার শরীরে কোন আঘাতের ক্ষত পাওয়া যায়নি। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ