ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৫-০৩-০৪ ১৫:৫১:৫১
গোদাগাড়ীতে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ গোদাগাড়ীতে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোরে জেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল (৪৫), গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানী (৬৫) ও আদরী রানী (৩৮)।

এ ব্যপারে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), রুহুল আমীন জানান, উপজেলার ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানী স্ট্রোক করলে সোমবার ভোরে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আনা হচ্ছিল। অ্যাম্বুলেন্সটি রাজাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

ওসি বলেন, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র সঙ্কর কে বিশ্বাস বলেন, সোমবার সকাল ৬টার দিকে আহত তিনজনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা গুরুতর; পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিনি।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ