ঢাকা , মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ , ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাস্তবিক আইনি দক্ষতা বৃদ্ধিতে ফেনী ইউনিভার্সিটিতে মুর্ট কোর্ট কম্পিটিশন 


আপডেট সময় : ২০২৫-০৩-০২ ১১:৫১:৪৮
বাস্তবিক আইনি দক্ষতা বৃদ্ধিতে ফেনী ইউনিভার্সিটিতে মুর্ট কোর্ট কম্পিটিশন  বাস্তবিক আইনি দক্ষতা বৃদ্ধিতে ফেনী ইউনিভার্সিটিতে মুর্ট কোর্ট কম্পিটিশন 

 

 
ক্যাম্পাস প্রতিবেদক
বাস্তবিক আইনি দক্ষতা বৃদ্ধিতে ফেনী ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ইন্ট্রা মুট কোর্ট কম্পিটিশন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটির উদ্যোগে দিনব্যাপী আয়োজনে মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতায় আইন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
 
আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সাখাওয়াত সাজ্জাত সেজানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ ও ফেনীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইলাহী।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. নুর মোহাম্মদ।
 
এসময় অতিথিরা বলেন, মুট কোর্ট প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কার্যক্রম, যা তাদের বাস্তবিক আইনি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাস ও যুক্তি প্রদর্শনের সক্ষমতা বাড়ায়। এটি শিক্ষার্থীদের আদালতের বাস্তব পরিবেশের সাথে পরিচিত করিয়ে দেয় এবং ভবিষ্যতে দক্ষ আইনজীবী হিসেবে গড়ে ওঠার ভিত্তি তৈরি করে।
 
তারা আরও বলেন, আইন শিক্ষায় শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয় ব্যবহারিক অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। মুট কোর্ট প্রতিযোগিতার মাধ্যমে সে অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবে।
 
এর আগে, শিক্ষার্থীরা ৪ টি কোর্ট রুমে বিচারকদের সামনে নিজেদের আইনি যুক্তি ও বিতর্ক উপস্থাপন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মামলার পরিস্থিতি বিশ্লেষণ, আইনি গবেষণা ও আদালতে সুনির্দিষ্টভাবে উপস্থাপনার কৌশল প্রদর্শন করেন।
 
এতে বিচারকের দায়িত্ব পালন করেন ফেনী জজ কোর্টের সহকারী জজ সবুজ হোসাইন, সুপ্রিম কোর্টের এডভোকেট আবদুল্লাহ আল মামুন, ফেনী জজ কোর্টের এডভোকেট আরিফুল ইসলাম মজুমদার, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা) প্রোগ্রাম অফিসার তোহফাতুর রাব্বি পিয়াল, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ মুট কোর্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক নায়েম আজাদ, ঢাকা বার এসোসিয়েশনর এডভোকেট নয়ন মনি দাস, মুমতাহিনা মুবাররা সেউতি, ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
 
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিচারকদের রায় অনুযায়ী সেরা মুট কোর্ট দল ৩০ তম ব্যাচের কাজী মহিবুল হক শাফির টিম ও সেরা মেমোরিয়াল ৩০ ব্যাচের শিক্ষার্থী বিবি জুলেখা রিজভির টিম, সেরা মুটার ৩৩তম ব্যাচের ফাউজি ফেরদৌস মিল্লাত রামিশা, সেরা গবেষক ৩১ তম ব্যাচের ইমতিয়াজ সাগর নির্বাচিত হয়। এছাড়াও রানার আপ টিম হিসেবে নির্বাচিত হয় ৩০তম ব্যাচের আরফান হোসেনের টিম। এসময় বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।
 
উক্ত অনুষ্ঠানে প্রক্টর ও সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহ, আইন বিভাগের প্রভাষক ও ফেনী ইউনিভার্সিটি ল মুটিং সোসাইটির মডারেটর তৌহিদুল ইসলাম, উম্মে হবিবা জিতু, মাধবী পাল, ফেনী ইউনিভার্সিটি ল স্টুডেন্টস' ফোরামের সদস্যরাসহ শিক্ষার্থীরা অংশ নেন।
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ