নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পোস্তগোলা এলাকায় আনুমানিক ১৬,৫৬,০০০/- টাকা মূল্যমানের ৫৫.২ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে মাদক, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা/ধর্ষণ মামলার আসামি, চাঁদাবাজ, সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মহাপরিচালক, র্যাব ফোর্সেস মহোদয় এর সুযোগ্য দিকনির্দেশনায় র্যাব-১০ দেশের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে নিয়মিত টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করে আসছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০১ মার্চ, ২০২৫ তারিখ মধ্য রাত আনুমানিক ০৪:১০ ঘটিকায় র্যাব-১০ এর একটি টহল দল চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করার সময় রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাট রোড এলাকায় একটি প্রাইভেটকার করে মাদক বহনকালে আনুমানিক ১৬,৫৬,০০০/- (ষোল লক্ষ ছাপান্ন হাজার) টাকা মূল্যমানের ৫৫.২ (পঞ্চান্ন দশমিক দুই) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ কামরুল হাসান (৩১), পিতা- আবুল কাউসার, সাং- গেন্ডারিয়া ফায়ার সার্ভিস, থানা- গেন্ডারিয়া, ডিএমপি, ঢাকা, ২। মোঃ ফয়সাল আহমদ (৩৭), পিতা- ফরহাদ মোল্লা, সাং- রামকৃষ্ণদি, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ, এ/পি- শাহিন এর বাড়ির ভাড়াটিয়া, গেন্ডারিয়া, থানা- শ্যামপুর, ডিএমপি, ঢাকা ও ৩। মোঃ আব্দুল মমিন (৪১), পিতা- মৃত আব্দুল হালিম, সাং- ডিমতুলি, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত উক্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত প্রাইভেটকারে করে রাজধানীর পোস্তগোলাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।