ঢাকা , সোমবার, ০৩ মার্চ ২০২৫ , ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৩-০২ ১১:৫৯:০৩
জামালপুরে জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত জামালপুরে জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত



মোঃ রাকিব হাসান জামালপুর।
জামালপুরে জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত,


শনিবার (১মার্চ) বিকালে বকুলতলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন, বকুলতলা থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক হয়ে দয়ামড়ি মোরে গিয়ে সমাপনী বক্তব্য রাখেন, আয়োজন করেন, জামালপুর জেলা বিএনপি অঙ্গ সংগঠনের ও তৃণমূল নেতৃবৃন্দ। 

বিক্ষোভ সমাবেশ সভাপতিত্বে শহর বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেন খান, প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। 

এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিঞ্চ চন্দ্র মন্ডল, সরকারী আশেক মাহমুদ কলেজের সাবেক এজিএস, জাকির হোসেন, মোহাব্বত হোসেন,সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  আজম খান, সাবেক শহর বিএনপি প্রচার সম্পাদক  শেখ ফরিদ মামুন, শহর যুবদলের আহবায়ক, শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মাহবুবুর রহমান জিলানী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি, শাহদত হোসেন সাগর, যুগ্ন সাধারণ সম্পাদক, রানা ম্যানশন, মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্যের দাবি জানান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। 
জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটির এই কমিটির পরিবর্তন চাই জামালপুর বিএনপি অঙ্গ সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দ,

মেয়াদ উত্তীর্ণ কমিটির বাতিলের দাবি জানান। গত ১৭ বছর আন্দোলনে হামলা করেছে মামলা করেছে মিথ্যে বানোয়াত মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে,বছর পর বছর বারান্দায় বারান্দায় ঘোরাঘুরি করেছি নেতা কর্মীরা।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ