চট্টগ্রামে পুলিশের উপর হামলা ও ছিনতাই, আটক দুই
আপডেট সময় :
২০২৫-০৩-০১ ১৮:১০:২৪
চট্টগ্রামে পুলিশের উপর হামলা ও ছিনতাই, আটক দুই
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া ঘাটের কাছে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে হামলা ও ছিনতাইয়ের শিকার হতে হয়েছে এক পুলিশ কর্মকর্তাকে।
গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নগরীর পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলী টহলরত অবস্থায় কিছু যুবককে গাঁজা সেবন করতে দেখেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা দোষ স্বীকার করে ক্ষমা চায় এবং এসআই ইউসুফ আলী তাদের সতর্ক করে ছেড়ে দেন।
কিন্তু আধা ঘণ্টা পর, একই যুবকেরা আর ও কিছু লোক নিয়ে ফিরে সে। এসআই ইউসুফ যখন টহল গাড়ির দিকে যাচ্ছিলেন, তারা তাকে ঘিরে ধরে এবং প্রশ্ন করে,আপনি তো ভুয়া পুলিশ। আপনার আইডি কার্ড কই? উত্তর না পেয়ে তারা আকস্মিকভাবে হামলা শুরু করে। এই সময় হামলাকারীরা এসআই ইউসুফের মোবাইল ফোন, মানিব্যাগ, ও ওয়াকিটকি সেট ছিনিয়ে নেয়।
এসময় একটি ভিডিও ধারণ করা হয়, যেখানে এসআই ইউসুফ কান্নাজড়িত কণ্ঠে বলছেন, “আমার মোবাইল, মানিব্যাগ, ওয়াকিটকি সব নিয়ে গেছে ওরা। তার শরীরে আঘাতের চিহ্নও স্পষ্ট দেখা যায়। পরে, পতেঙ্গা থানার পুলিশ এসআই ইউসুফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাফসীর ইমাম ও মো. সাইমন নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু এবং মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
এ বিষয়ে পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলমর আজ শনিবার (১ মার্চ) বলেন, গ্রেপ্তার দুজনের কাছ থেকে এসআই ইউসুফ আলীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি, মুঠোফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটরসাইকেল পাওয়া গেছে। গ্রেপ্তার আসামিদের নির্দিষ্ট কোনো পেশা নেই। তারা বখাটে প্রকৃতির।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স