আল্লাহ এবং নবী করীম (সা:) কে কুটুক্তি করায় রাখাল রাহার শাস্তির দাবীতে ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল
আপডেট সময় :
২০২৫-০২-২৮ ২০:১৪:১৯
আল্লাহ এবং নবী করীম (সা:) কে কুটুক্তি করায় রাখাল রাহার শাস্তির দাবীতে ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল
শহিদুল ইসলাম (ধনবাড়ী) টাঙ্গাইল
সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিভি)-এর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম এবং মহান আল্লাহ ও রাসূল (সা.)-কে কটূক্তি করে একটি পোস্ট দেন। তার এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায় এবং দেশের মুসলিম সম্প্রদায়ের কলিজা আঘাত হানে সঙ্গে সঙ্গেই তারা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। রাসূল (সা.) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহাকে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ঐতিহাসিক ধনবাড়ী সরকারি কলেজ চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল করে ধনবাড়ী উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ধনবাড়ী সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরো বলেন, আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে ধর্ষকরা নির্ভয়ে একের পর ধর্ষণ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ডাকাতি ও ছিনতাই আশঙ্কাজনকভাবে বেড়েছে সারাদেশে। এর প্রতিবাদে আজকে আমরা সকল বিপ্লবীরা একত্রিত হয়েছি।
সমাজের সব ক্ষেত্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বক্তাগণ। দেশের এই পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ এবং শিক্ষার্থী সমাজও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স