বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করতে সকলকে একসাথে কাজ করতে হবে
আপডেট সময় :
২০২৫-০২-২৮ ১৯:১২:৪১
বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করতে সকলকে একসাথে কাজ করতে হবে
মোঃ অপু খান চৌধুরী।
মানুষের মতবাদ দিয়ে এতদিন দেশ পরিচালানো করা হয়েছে। আগামীর বাংলাদেশকে আল্লাহর আইন দিয়ে পরিচালিত করব ইনশাআল্লাহ। এ দেশে আর মানুষের আইনের জায়গা হবে না। কোরআনকে সংসদে পাঠাতে হবে যেন কোরআনের দ্বারা দেশ পরিচালিত হয়। আগামী দিনের নির্বাচন হবে মানুষের এবং আখেরাতের কল্যাণে। আগামী নির্বাচনকে সামনে রেখে এখন থেকে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কোরআনের পক্ষে কথা বলতে হবে। গতকাল ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার কর্মী সম্মেলনে ব্রাহ্মণপাড়া সরকারি স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।
তিনি আরো বলেন, জালেম পালিয়েছে, জুলুম এখনো পালায় নাই।দেশে আগে সংস্কার করতে হবে পরে নির্বাচন হবে। জুলাই আন্দোলনে যাদের হত্যা করেছে তাদের বিচার হওয়ার আগে নির্বাচন হতে পারবে না। তার জন্য আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে।
কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা আনিসুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা (উত্তর) জেলার আমীর অধ্যাপক আবদুল মতিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট ডঃ মোবারক হোসাইন,
কুমিল্লা (উত্তর) জেলার সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আবদুল বারী, ব্রাহ্মণবাড়ীয়া জেলার সহকারী সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম, কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, কুমিল্লা মহানগর ওলামা বিভাগের সভাপতি মুফতি আব্দুল কাইয়ূম মজুমদার, কুমিল্লা উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ সানাউল্লাহ রাসেল, কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুফতি মোঃ আমিনুল ইসলাম, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, বুড়িচং উপজেলা আমির অধ্যাপক অহিদুর রহমান, কুমিল্লা মহানগর শূরা ও কর্ম পরিষদ সদস্য লুৎফুর রহমান খান মাসুমসহ ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের সদস্য বৃন্দ এবং উপজেলার বিভিন্ন শেণি পেশার মানুষ। সম্মেলনে
প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট ডঃ মোবারক হোসাইন কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করার জন্য প্রার্থীতা ঘোষণা করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স