ঢাকা , শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ , ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত


আপডেট সময় : ২০২৫-০২-২৮ ১২:৫৭:৫৫
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত


 


মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গফুর মিয়া (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোলাবাড়ী ব্রিজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত গফুর মিয়া উপজেলার মাঝিরা এলাকার সুইকা সর্দারের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।


এদিকে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে গফুর মিয়া তার অটোরিকশায় যাত্রী নিয়ে মধুপর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোলাবাড়ী ব্রিজের কাছে পৌঁছালে মধুপুরগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকসহ অটোরিকশাটি খাদে পড়ে ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের মধ্যে অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। আহতরা চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ