ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়
আপডেট সময় :
২০২৫-০২-২৮ ১২:০৮:৪৮
ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়
মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগামীকাল ২৮ ফেব্রুয়ারি (জুম্মা বার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে ব্রাহ্মণপাড়া কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ব্রাহ্মণপাড়া সদরে গ্রাম বাংলা রিসোর্টে উপজেলা জমায়াতে ইসলামীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর
আমীর মাওলানা রেজাউল করিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক আমীর, মাওলানা মিজানুর রহমান আতিকী। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা জামায়াত ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর খন্দকার শাহজালাল, সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান,সন্মেলনের মিডিয়া বিভাগের আহবায়ক মোহাম্মদ আবু কাইছার সরকার, বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলুসহ ব্রাহ্মণপাড়া জামায়তে ইসলামীর বিভিন্ন নেতাকর্মী ও মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ। এছাড়াও জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে বিকেলে ৫ শতাধিক মোটরসাইকেল শুভযাত্রা ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে ব্রাহ্মণপাড়া সরকারি স্কুল মাঠে এসে সমাপ্ত হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স