ঢাকা , শনিবার, ০১ মার্চ ২০২৫ , ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু


আপডেট সময় : ২০২৫-০২-২৮ ১১:৪৫:০৩
বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু




মোঃ আইয়ুব চৌধুরী রাজস্থলী 

রাঙ্গামাটির রাজস্থলীতে  বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 রাজস্হলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতাক পাড়া গ্রামের মৃত ক্যাও মারমার ছেলে  উসচিং মারমা  (৪৫) নিহত হয়েছে । 

২৭ ফেব্রুয়ারি  বৃহস্পতিবার  সকাল ১০ টায় উপজেলার গাইন্দ্যা  ইউনিয়নের কাইতাক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

তিনি  বলেন,
আজ সকালে  ঘর থেকে বের হয়ে নিজ এলাকায় ক্ষেত কামারে  যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসাচিং মারমা। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে  স্থানীয় লোকজন জানান। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উসাচিংকে মৃত্যু ঘোষনা করেন। 

নিহত ব্যক্তির ছেলে মংছাই মারমা বলেন, কাইতাক পাড়া এলাকায় তাঁদের কলা বাগানের কাজ  চলছে। সকালে  বাসা থেকে বের হয়ে বাগানে  যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গাইন্দ্যা  ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নং ওয়ার্ডের সদস্য লামুচিং মারমা  বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায় সময় লোকালয়ে নেমে আসছে। আজ বৃহস্পতিবার সকালে  বন্য হাতির দল কলা গাছ খেতে  নামে। এ সময় হাতির আক্রমণে কৃষক উসাচিং মারমা  মৃত্যু হয়।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ