ঢাকা , শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ , ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

এতিম খানার টাকা ছিনতাইকারী য়ুবদল ক্যাডার নান্নুকে গ্রেফতারের দাবী জানিয়েছেন -আগাআাসু


আপডেট সময় : ২০২৫-০২-২৮ ১০:১৪:০৩
এতিম খানার টাকা ছিনতাইকারী য়ুবদল ক্যাডার নান্নুকে গ্রেফতারের দাবী জানিয়েছেন -আগাআাসু এতিম খানার টাকা ছিনতাইকারী য়ুবদল ক্যাডার নান্নুকে গ্রেফতারের দাবী জানিয়েছেন -আগাআাসু




 চট্টগ্রাম প্রতিনিধি, 

আন্জুমানে আশেকানে গাউছুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় পরিষদের সভাপতি হাজী নুরুল ইসলামের উপর ন্যাক্কারজনক হামলা ও এতিম খানার টাকা ছিনতাইয়ে নেতৃত্বদানকারী বোয়ালখালী  যুবদল ক্যাডার গোলাম হোসেন নান্নুর গ্রেফতারের দাবী জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। গত সোমবার  সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেনআন্জুমানে আশেকানে গাউছুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় পরিষদের আন্জুমানে আশেকানে গাউছুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় পরিষদের কার্যকরী সদস্য মজিবুর রহমান,

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সদস্য মাওলানা  নুরুন্নবী, এডভোকেট জামসেদ, সাংগঠনিক সদস্য মাওলানা রহমত উল্লাহ , মোহাম্মদ ফারুক ও মাস্টার নুরুল আবছার প্রমূখ।

লিখিত বক্তব্যে নেতৃবৃন্দরা দাবী করেন, আমাদের সংস্থা পরিচালিত এতিম খানার জন্য প্রবাসী  এক ভক্তের প্রেরিত টাকা আনতে আমাদের সভাপতি হাজী নুরুল ইসলাম গত ২১ ফেব্রুয়ারী  উনার বাড়ীতে যান। সন্ধ্যায় টাকা নিয়ে ফেরার পথে মূল সড়কের উপর স্হানীয় যুবদল ক্যাডার গোলাম হোসেন  না্ন্নুর নেতৃত্বে একদল সন্ত্রাসী নুরুল ইসলামের পথ আগলে দাঁড়ান এবং টাকাগুলো কেড়ে নেয়ার জন্য জোর জবরদস্তি শুরু করেন। এতে ব্যর্থ হয়ে  সন্ত্রাসীরা নুরুল ইসলামকে বেধড়ক মারধর করে  জামা কাপড় ছিড়ে টাকাগুলো  হাতিয়ে নেন। এ ঘটনার খবর পেয়ে পার্শ্ববর্তী এক বাড়ী হতে নুরুল ইসলামের  ভাতিজি নুরুল ইসলামকে রক্ষায় এগিয়ে আসলে অন্তঃসত্ত্বা এ নারীকে ও মারধর করে সন্ত্রাসীরা।

এসময়  ঘটনাস্থলে  থানা পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যান। ঘটনাস্থল হতে পুলিশ আহত নুরুল ইসলামকে উদ্ধার করে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এনিয়ে নুরুল ইসলামের নিকটাত্মীয়রা মামলা করতে গেলে বোয়ালখালী থানা পুলিশ  মামলা নিতে গড়িমশি শুরু করে বলে দাবী করেন উপস্থিত নেতৃবৃন্দরা। তাঁরা অবিলম্বে সন্ত্রাসী নান্নুকে গ্রেফতার পূর্বক এতিম খানার  লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবী জানান অন্যতায় সংগঠনের ব্যানারে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী উচ্চারণ করেন।

ছবির ক্যাপসন- এতিম খানার টাকা ছিনতাইকারী য়ুবদল ক্যাডার নান্নুকে গ্রেফতারের দাবীতে সংবাদ সন্মেলনে বক্তব্য রাখছেন আন্জুমানে আশেকানে গাউছুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় পরিষদ নেতৃবৃন্দ।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ