ঢাকা , শনিবার, ০১ মার্চ ২০২৫ , ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​জমিজুড়ে হলুদ, বেগুনি,সবুজ ও সাদা রঙের ফুলকপির সমাহার।


আপডেট সময় : ২০২৫-০২-২৮ ০৪:৫৫:২১
​জমিজুড়ে হলুদ, বেগুনি,সবুজ ও সাদা রঙের ফুলকপির সমাহার। ​জমিজুড়ে হলুদ, বেগুনি,সবুজ ও সাদা রঙের ফুলকপির সমাহার।




ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,

রঙিন ফুলকপির আলোতে ফুটে উঠেছে চারদিক।জমিজুড়ে হলুদ, বেগুনি, সবুজ ও সাদা রঙের ফুলকপি সমাহার। এ যেন রঙ্গিন ফুলকপির বাগিচা। এমনি একটি ফুলকপির জমি চাষ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামের সৌখিন চাষি প্রবাস ফেরত লিটন মিয়া। গত বছর ভালো ফলন ও লাভজনক হওয়ায় তিনি দ্বিতীয়বারের মতো এই রঙিন ফুলকপি চাষ করেছেন। পাশাপাশি তার জমিতে বেগুনি ও সবুজ রঙের বাঁধাকপিও রয়েছে। বাহারি রঙের এ সব ফুলকপি দেখতে ও ক্রয় করতে প্রতিদিনই আশপাশের এলাকার মানুষ ভিড় করছে তার জমিতে।

জানা যায়, প্রতিদিনই ৯০ থেকে ১০০টি ফুলকপি হারভেস্ট করে স্থানীয় বাজারে বিক্রি করছেন তিনি, এ ছাড়াও বিভিন্ন যায়গা থেকে পাইকাররাও আসছে তার এই রঙিন ফুলকপি কিনতে। প্রতি পিস ফুলকপি পাইকারি বাজারে  ৫০ টাকা আর স্থানীয় বাজারে ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই কপিগুলো সুস্বাদু ও পুষ্টিগুণ বেশি থাকাই এর চাহিদা বেড়েছে বাজারে।

প্রবাস ফেরত কৃষক লিটন মিয়া জানান, শখের বসে গত বছর ২০  শতক জমিতে রঙিন ফুলকপি চাষ করেছিলেন। তবে এই রঙিন ফুলকপির চাহিদা ও ভালো লাভজনক হওয়ায় এবছর ৩৫শতক জমিতে চাষ করেছি। আশা করছি প্রায় ৭০-৮০ হাজার টাকা বিক্রি হবে এ বছর।

এ ব্যাপারে কসবা উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানান, সৌখিন কৃষক লিটন মিয়াকে প্রযুক্তিগত সহযোগিতাসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ