নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার সদর থানার আলোচিত পুলিশের উপর হামলা ও আসামি ছিনতাই মামলার প্রধান আসামি মোঃ শাহাবুদ্দিন সাবু (৩২)’কে ঢাকার শাহ আলী থানাধীন তুরাগ সিটি হতে গ্রেপ্তার করেছে র্যাব-২।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
ভোলা জেলার সদর থানার আলোচিত পুলিশের উপর হামলা ও আসামি ছিনতাই মামলার প্রধান আসামি মোঃ শাহাবুদ্দিন সাবু (৩২)’কে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রাতে ঢাকার শাহ আলী থানাধীন তুরাগ সিটি এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মোঃ শাহাবুদ্দিন সাবু (৩২), ডিএমপি ঢাকার দারুস সালাম থানার একটি মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। আসামির নিজ বাড়ী ভোলা সদর মডেল থানা এলাকায়। গত ০৪/০১/২০২৫ ইং তারিখে ভোলা মডেল থানার একটি আভিযানিক দল আসামি মোঃ শাহাবুদ্দিন সাবুকে ভোলা পৌরসভার মুসলিম পাড়া সাকিনের আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে গ্রেপ্তার করে। আসামি কে গ্রেপ্তার করে টহল গাড়ীতে উঠানোর সময় সেখানে থাকা কতিপয় ব্যক্তি আসামিকে নিয়ে আসতে পুলিশকে বাধা দেয় এবং পুলিশ সদস্যদের সাথে ধাক্কাধাক্কির এক পর্যায় আসামি মোঃ শাহাবুদ্দিন সাবু পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভোলা সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা (মামলা নং-২৩, তাং- ০৫/০১/২০২৫ ইং, ধারা- ১৪৩/৩৪১/১৮৬/৩৫৩/৩৩২/১১৪/৫০৬ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিকে গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল ২৬/০২/২০২৫ ইং তারিখ রাতে আসামিকে রাতে ঢাকার শাহ আলী থানাধীন তুরাগ সিটি এলাকা হতে গ্রেপ্তার করে। ভবিষ্যতে র্যাব-২ এধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।